Inshallah meaning in bengali
ইনশাআল্লাহ মানে কি ?
ইনশাআল্লাহ অর্থ: ‘আল্লাহ চাইলে’
শব্দটি ব্যবহৃত হয় যখন একজন ব্যক্তি ভবিষ্যতে কিছু করার ইচ্ছা পোষণ করেন বা করতে চান বা ভবিষ্যতে কিছু ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন, বা প্রতিশ্রুতি দেন বা শপথ নেন। কুরআনে এর নির্দেশ রয়েছে। ইনশাল্লাহ মানে ‘আল্লাহ চাইলে’
কখন এবং কেন আমরা “ইনশাআল্লাহ” কথাটি ব্যবহার করব !
যখন কোন ব্যক্তি ভবিষ্যতে কিছু করতে চায়, বা করার ইচ্ছা পোষণ করে বা ভবিষ্যতে কিছু ঘটবে বলে আশংকা প্রকাশ করে বা প্রতিশ্রুতি দেয় বা শপথ নেয়, তখন এই শব্দটি ব্যবহার করে ইনশাআল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে এমন কাজ করব।