সাংস্কৃতিক ঐতিহ্য কাকে বলে

সাংস্কৃতিক ঐতিহ্য কাকে বলে । সাংস্কৃতিক ঐতিহ্য কি

সাংস্কৃতিক ঐতিহ্য’ (Cultural Heritage) বলতে বোঝানো হয়, কোনো জনগোষ্ঠী বা সমাজের ‘বস্তুগত শিল্পকর্ম’ (artefacts) এবং স্পর্শনাতীত (intangible) গুণাবলীকে, যা অতীত থেকে বর্তমানে প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থেকেছে। এর অন্তর্ভুক্ত—১। স্পর্শযোগ্য ঐতিহ্য (tangible heritage বা built-in-heritage’)—উদাহরণ, ইমারত, স্মৃতিস্তম্ভ, গ্রন্থ, চিত্রকলা এবং হস্তনির্মিত শিল্পকর্ম (artefacts) প্রভৃতি, ২। স্পর্শনাতীত ঐতিহ্য (intangible heritage)—উদাহরণ, লোকাচার, প্রথাসমূহ, ভাষা, অর্জিত জ্ঞান প্রভৃতি এবং ৩। প্রাকৃতিক ঐতিহ্য (natural heritage)—উদাহরণ, গ্রামীণ ভূদৃশ্য, উপকূলভাগ, কৃষিজ ঐতিহ্য প্রভৃতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *