শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান আলোচনা করো

শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান আলোচনা করো । কম্পিউটারের অবদান।

শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান

শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান হল – 

[1] নতুন বিষয় শেখার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার:

বর্তমানে CAI (কম্পিউটার সহযোগী নির্দেশনা) এর সাহায্যে বিভিন্ন বিষয়ে প্রোগ্রাড শিখনের ব্যবস্থা করা হয়। এখানে ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন বিষয়ে পাঠ গ্রহণ করতে পারে।

[2] ব্যক্তিগত চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহার:

শ্রেণি কক্ষে প্রতিটি ছাত্রছাত্রীর মেধা একরকম হয় না। কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই অতিরিক্ত বিষয় পড়তে চায়, সেক্ষেত্রে শিক্ষক শ্রেণিকক্ষে তাকে ব্যক্তিগতভাবে বেশি সময় দিতে পারেন না। কিন্তু কম্পিউটার একই সময়ে বিভিন্ন ছাত্রছাত্রীর প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করতে পারে। এর ফলে, অল্পধী, সাধারণ এবং মেধাবী—সবধরনের শিক্ষার্থীই বিশেষভাবে উপকৃত হয়।

[3] লিখনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার:

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিষয় শিক্ষার্থীদের সামনে সুচারুরূপে উপস্থাপিত করার জন্য কম্পিউটার ব্যবহৃত হয়।

[4] পঠনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার:

শিক্ষার্থীদের ধ্বনি বা উচ্চারণ শিখনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের শব্দকে সিলেবেলে ভাগ করার ক্ষেত্রে, কঠিন শব্দ সহজে শেখার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়।

[5] শিক্ষক-শিক্ষিকাকে সাহায্য করতে কম্পিউটারের ব্যবহার:

বর্তমানে বিভিন্ন ধরনের অভীক্ষা (Test) প্রণয়নের ক্ষেত্রে, অভীক্ষার ফলাফল বিশ্লেষণে, ছাত্রছাত্রীদের সফলতা-বিফলতার তথ্য সংগ্রহের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান অনস্বীকার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *