যনজট সমস্যা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো

যনজট সমস্যা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। যনজট সমস্যার অনুচ্ছেদ রচনা।

শিরোনাম : যানজট এখন যাত্রীদের নিত্যদিনের সমস্যা।

মানুষ পথে বের হলে এখন যে যে সমস্যার সম্মুখীন হয়, তার একটি হ’ল যানজট সমস্যা। নানা কারণে এই সমস্যা ঘটতে পারে। পথের মধ্যে কোনো গাড়ি খারাপ হ’লে যানবাহন দাঁড়িয়ে যায়। রাস্তা আটকে যায়। কোনো দুর্ঘটনা হ’লেও ঘটনাস্থানের দুদিকে গাড়ি দাঁড়িয়ে গিয়ে যানজটের সৃষ্টি করতে পারে। আরো ক্ষুদ্র-বৃহৎ নানা কারণেই যানজট হ’তে পারে। যেভাবেই হোক, তাতে ভোগান্তি বাড়ে সাধারণ যাত্রীদের।

কত মানুষের কত রকম ব্যস্ততা থাকে, প্রয়োজনের তাগিদে কত মানুষকে ছুটতে হয়। কিন্তু যানজনে আটকে গিয়ে নিশ্চল থেমে থাকা অ্যাম্বুলেন্সে মরণাপন্ন রোগীকেও বিনা চিকিৎসায় মৃত্যুর অপেক্ষা করতে হয়। কত মানুষের গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। অথচ, মানুষ যদি ট্রাফিক নিয়ম মেনে চলে, স্বার্থপরের মতো চলা ফেরা না করে তা হলে এই যানজটের সমস্যা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *