বেকারত্ব নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।
শিরোনাম : বেকারত্বের জ্বালা
বর্তমানে অনেক যুবক-যুবতীকেই বেকার জীবনের জ্বালা-যন্ত্রণা ভোগ করতে হয়। দরিদ্র মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করে, বাবা-মায়ের অনেক অর্থ ব্যয় করিয়ে লেখাপড়া শিখে, বিএ, এম.এ ডিগ্রি অর্জন করে বেকার জীবন যাপন করতে হচ্ছে। চাকরীর পরীক্ষা হয়তো দেয় অনেকেই কিন্তু চাকরীর সম্ভবনা নেই। নেওয়া হবে সেখানে কয়েক হাজার, সেখানে পরীক্ষায় বসে কয়েক লক্ষ।
লক্ষ লক্ষ প্রার্থীর মধ্যে থেকে কয়েক শো ছেলে-মেয়ে বেছে নেওয়া সহজ নয়। তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের হতাশায় ভুগতেই হয়। কতদিন আর তারা বাপের হোটেলে খাবে? অভিভাবকের অর্থে জীবন কাটাবে? কবে তবে মা-বাবার প্রতি কর্তব্য পালন করবে? এ যন্ত্রণা কার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না বলেই দেশজুড়ে বেকারদের হা-হুতাশ আজ দেশের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।