সামাজিক পরিবর্তনের বিভিন্ন বাধা গুলি কী কী / সামাজিক পরিবর্তনের বাধা সমূহ ।
ভূমিকা:
সামাজিক পরিবর্তন সর্বজনীন। সামাজিক পরিবর্তন ধারাবাহিকভাবে হবে না। এটি ক্রমান্বয়ে ধীরে ধীরে কিছু সুগম, কিছু দুর্গম পথ অতিক্রমের শেষে তা দেখতে পাওয়া যায়। যেমন সতীদাহ প্রথা, বহুবিবাহ প্রথা, বাল্যবিবাহ, তিন তালাক প্রভৃতি প্রথা, রক্ষণশীল সমাজের বুক থেকে একেবারে দূর না হলেও ঐকান্তিক চেষ্টায় ওগুলো অনেকটাই দূর হয়েছে।
![]() |
সামাজিক পরিবর্তনের বাধা সমূহ |
[1] সুদীর্ঘদিনের অভ্যাস:
দীর্ঘকাল ধরে চলে আসা অভ্যাস রীতিনীতি সংস্কৃতি প্রভৃতি মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। যেগুলি মানুষকে দাসে পরিণত করে রেখেছে সেগুলি ছেড়ে নতুনকে গ্রহণ করতে মানুষ চায় না। সুতরাং দীর্ঘদিনের অভ্যাস, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
[2] ঐতিহ্যবাহী অতীতের প্রতি আকর্ষণঃ
বংশানুক্রমিক ভাবে চলে আসা ঐতিহ্যবাদী রীতিনীতি অভ্যাস, আচার-আচরণ, বিশ্বাস, প্রতি মানুষ সংবেদনশীল। এই সংবেদনশীলতার জন্য মানুষ অতীতকে ধরে রাখতে চায়, অতীতের ধারায় সে যেন সিও হতে চায়। লাভ বা ক্ষতির ঊর্ধ্বে নিজেকে রেখে খারাপকেও বরণ করে নিতে চায়। এই আবেগপ্রবণতা সামাজিক পরিবর্তনে বাধা সৃষ্টি করেছে।
[3] বৌদ্ধিক-সামাজিক বিকাশে দীনতাঃ
নতুন নতুন চিন্তাভাবনাকে গ্রহণ করার মানসিকতার অভাব মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। ফলে ভারতবর্ষে ভারতবর্ষে সামাজিক পরিবর্তনে সমস্যা সৃষ্টি করেছে।
[4]অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্যজনিত সমস্যাঃ
অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষ সাধারণত সামাজিক পরিবর্তনকে ভয় পাই,সন্দেহ করে, পরিবর্তনের সুফল বোঝে না। অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্যজনিত সমস্যা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
[5]অস্বীকার করার মানসিকতা:
নতুন নতুন আবিষ্কার বা উদ্ভাবনকে মেনে নেওয়ার মানসিকতা সকল মানুষের মধ্যে সাধারণত থাকে না। তাই এই অস্বীকার করার প্রবণতা বা মানসিকতা সামাজিক পরিবর্তনে (social change) বাধার সৃষ্টি করে।
[6] নতুন উদ্ভাবনে সীমাবদ্ধতা:
নতুন নতুন আবিষ্কার একেবারেই যে ত্রুটিযুক্ত হবে তা বলা যায় না। ত্রুটি দেখা দিলে তা পরবর্তীকালে তাকে সংশোধন করা যায়। ফলে মানুষ মানুষ নতুন উদ্ভাবনকে সহজে মেনে নিতে চায় না। ফলে সামাজিক পরিবর্তনের বাধা সমূহ তৈরি হয়।
[7] স্বার্থ:
দীর্ঘকাল ধরে চলে আসা স্বার্থ অর্থাৎ কায়েমি স্বার্থ সামাজিক পরিবর্তনে বাধার সৃষ্টি করেছে। সাধারণত শিক্ষা-দীক্ষা সংস্কৃতির দিক থেকে কম- বেশি আলোকপ্রাপ্ত সমাজের মধ্যে এরূপ মানসিকতা বিশেষ করে দেখা দেয়। এই মানসিকতা সমাজে নতুন উদ্ভাবনা ও পরিবর্তনের পথ রুদ্ধ করে ফলে সামাজিক পরিবর্তন সমস্যার বাধাপ্রাপ্ত হয়।
[8] দ্বিধাদ্বন্দ্ব ও আশঙ্কাঃ
পুরাতনকে ছেড়ে নতুনকে গ্রহণ করতে দ্বিধা দ্বন্দ্ব-আশঙ্কা-সন্দেহ-ভীতি প্রভৃতি মানব মনে আসে । এ সবের মূল হল অর্থনীতি, রাজনীতি, সামাজিক বৈষম্য ইত্যাদি। তাই এগুলোই সামাজিক পরিবর্তনে বাধা তৈরি করে।
মূল্যায়ন:
পুরোনো প্রথাকে ধরে রাখার মানসিকতাই সামাজিক সমস্যা দূর করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। এই রক্ষণশীল মনোভাবকে কাটিয়ে সামাজিক পরিবর্তন আনতে বহু সংগ্রাম, বহু ত্যাগের সাক্ষী হয়ে দাঁড়াতে হয়েছে বা হচ্ছে।