HS suggestion 2023 education। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023।
উচ্চমাধ্যমিক(HS) class–12, 2023 ছাত্র-ছাত্রীদের 40 নম্বরের part – A বিশ্লেষণধর্মী অর্থাৎ বড় প্রশ্ন থাকবে। 40 নম্বরের বিভাজন থাকবে এই রূপ – প্রথমে 4 নম্বরের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে যেকোনো একটি প্রশ্ন লিখতে হবে। দ্বিতীয়ত, 4 নম্বরের আবার দুটি প্রশ্ন থাকবে যার মধ্যে যেকোনো একটি প্রশ্ন লিখতে হবে। তৃতীয়ত, 8 নম্বরের তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যেকোনো দুটি প্রশ্ন লিখতে হবে। চতুর্থ, 8 নম্বরের আবার তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যেকোনো দুটি প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ 4 নম্বরের দুটি প্রশ্ন এবং 8 নম্বরের 4 টি প্রশ্ন লিখতে হবে। 4×2 = 8 , 8×4= 32 == 40.
স্টার(***) দেওয়া প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ
1) মুক ও বধির শিশুদের শিক্ষাক্ষেত্রে পদ্ধতিগুলি আলোচনা করো। ***
2) “জ্ঞান অর্জনের শিক্ষা” – এর উদ্দেশ্যগুলি পূরনে 3)বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। ***
4) শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বাধা গুলি লেখ
5) শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা। ***
6) শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখ।
7) অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা কর।
8) “মানুষ হয়ে ওঠার শিক্ষা” এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।***
9) দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য গুলি কি কি।
10) সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোন চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ। ***
প্রশ্নমান – 8
1) বুদ্ধির সংজ্ঞা দাও । সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য গুলি লেখ। ***
2) সক্রিয় অনুবর্তন এর বৈশিষ্ট্য গুলি লেখ। শিক্ষা ক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন কর। ***
3) জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এর মূল সুপারিশ গুলি আলোচনা করো
4) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য গুলি আলোচনা করো। ***
5) ক্ষমতা কাকে বলে। থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ আলোচনা কর। ***
6) বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য গুলি আলোচনা করো। ***
7) শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে।
8) মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি কি কি। সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা কর
9) প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা কর।
10) মনোযোগ কাকে বলে। মনোযোগের ভূমিকার মূল্যায়ন কর।
11) ১৯৮৬ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলে। ***
12) গড়ের সংজ্ঞা দাও। মধ্যমা কাকে বলে(২no) ***
13) গড় নির্ণয় করো । এটি ভালোভাবে প্র্যাকটিস করবে।
Special Tips: শিক্ষাবিজ্ঞান(Education) পরীক্ষার ক্ষেত্রে যথাসম্ভব প্রশ্নগুলি ভালোভাবে পড়ে তা পয়েন্ট অনুযায়ী লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে বেশি লেখার দরকার নেই পয়েন্ট করে লিখলেই বেশি নাম্বার পাওয়া যায়। যে প্রশ্ন দেখবে ভেঙে ভেঙে দিয়েছে অর্থাৎ 2+2,4+4,2+4+2 সেইসব প্রশ্ন লেখার চেষ্টা করবে তাতে নাম্বার ভালো পাওয়া যায়। তোমাদের একটি ট্যালি মার্ক অংক দেওয়া থাকবে। চেষ্টা করতে হবে সেই অংক করার কারণ সেটা ভুল হলেও কিছুটা নাম্বার সেখানে পাওয়া যায়।