শকাব্দ কে কবে প্রচলন করেন এরূপ নামকরণ হয় কেন

শকাব্দ কে কবে প্রচলন করেন এরূপ নামকরণ হয় কেন। 

শকাব্দ কে প্রচলন করেন ( শক সম্বৎ কে প্রবর্তন করেন ) এবিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ওল্ডেনবার্গ, ফার্গুসনের মতে, কণিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং একটি সম্বৎ (অব্দ) প্রচলন করেন, যা পরে ‘শকাব্দ’ নামে পরিচিত হয়। ড. হেমচন্দ্র রায়চৌধুরি, ড. ডি সি সরকার প্রমুখ এই মত সমর্থন করেছেন।

অন্যদিকে দুরেইল বলেন, ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তক বা শকাব্দের স্রষ্টা ছিলেন প্রথম কদফিসেস। শকাব্দ প্রচলিত হয় প্রথম কণিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে এবং তিনিই শকাব্দের প্রবর্তক—এটি এখনও পর্যন্ত অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। শেষোক্ত মত অনুযায়ী শকাব্দ এরূপ নামকরণ হয় কারণ  শক-ক্ষত্রপরা দীর্ঘকাল ধরে এই সম্বৎ বা অব্দ ব্যবহার করতেন তাই এরূপ নামকরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *