পরিবারের উপর শিল্পায়ন ও নগরায়নের প্রভাব

পরিবারের উপর শিল্পায়ন ও নগরায়নের প্রভাব।

সূচনা :

পরিবার মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী । সামাজিক জীবনে টিকে রাখার জন্য মানুষকে পরিবার গড়ে তুলতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারেই তার সময় কাটে। মানব শিশু জন্মের মুহূর্তে অসহায়। যতক্ষণ না সে স্বাবলম্বী হয়, ততক্ষণ পর্যন্ত সে আশ্রয়, ভরণ পোষণ ইত্যাদির জন্য তার পরিবারের ওপর নির্ভরশীল থাকে। কিন্তু শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবারের উপর দেখা দিচ্ছে নানান পরিবর্তন। নিম্নে তা আলোচনা করা হলো  – 

শিল্পায়ন ও নগরায়ণ
শিল্পায়ন ও নগরায়ণ

  1. বর্ধিত পরিবার ব্যবস্থার পতন : মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, দাদা-দাদি নিয়েই পরিবার, কিন্তু যৌথ পরিবার প্রথা ভেঙে একটি পৃথক এবং স্বাধীন পরিবার তৈরি হয়েছে। 
  2. পারিবারিক আকার হ্রাস : বেশিরভাগ বিবাহিত দম্পতি সন্তান নিতে চায়, কিন্তু শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে, মানুষের মধ্যে দেখা দিয়েছে কর্মব্যস্ততা। ফলে তারা এক বা দুটি সন্তানের ছোট পরিবার রাখতে চায়। এজন্য পারিবারিক আকার হ্রাস পাচ্ছে।
  3. বৈবাহিক সম্পর্ক : শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে, দেখা যায় বিবাহবিচ্ছেদের উপর । এই তালাক দেওয়ার তালিকায় বেশিরভাগই কিন্তু নারী। সুতরাং নারী-পুরুষের বৈবাহিক সম্পর্কের মধ্যেও বড় একটি পরিবর্তন এসেছে । শহর এলাকাতেও এর প্রভাব লক্ষ্য করা যায়।
  4. কর্তৃত্বের ধরণ পরিবর্তন : শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবারে শ্রম ও কর্তৃত্বের বিভাজনে পরিবর্তন এসেছে। স্বামী এবং স্ত্রী উভয় কর্মরত হবার ফলে আধুনিক পরিবারের পুরুষের কর্তৃত্ব বা দায়িত্ব কমে যাচ্ছে। অল্পবয়সী দম্পতিরা তাদের সন্তানদের কাজের নির্দেশ বা শিক্ষার জন্য পরিবারের বড়দের উপর নির্ভর করে না। 
  5. পারিবারিক সম্পর্ক হ্রাস : পরিবারের উপর শিল্পায়নের প্রভাব, দেখা যায় পারিবারিক সম্পর্ক হ্রাস। দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের ফলে পরিবারের সবাই কর্মরত অবস্থায় থাকায় স্বামী-স্ত্রীর সাথে এবং পিতামাতা সন্তানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেনা।
  6. শিশু নিরাপত্তার সমস্যা : নগরায়ণ ও শিল্পায়নের পূর্বে শিশুরা পরিবারের বিশেষ করে মায়ের কাছে সবচেয়ে নিরাপত্তা পেত। কিন্তু নগরায়ণের ফলে নারীরাও পরিবারের বাইরে উপার্জনে বের হওয়ায় এখন আর তারা সন্তানসন্ততির সেবাযত্ন করতে পারে না । ফলে দেখা দেয় শিশুর নিরাপত্তার সমস্যা। 
  7. শিক্ষাক্ষেত্রে পরিবর্তন : পরিবারের উপর শিল্পায়ন ও নগরায়নের প্রভাব লক্ষ্য করা যায় শিক্ষাক্ষেত্রে। পিতামাতা কর্মরত হওয়ার ফলে সন্তানের জন্য শিক্ষার ক্ষেত্রে সুযোগ পান না। ফলে শিক্ষা গ্রহণের জন্য পরিবারের পরিবর্তে নানা শিক্ষা নিকেতনের উপর তারা নির্ভর করে থাকেন।
  8. মূল্যবান : বর্তমান সময়ে মানুষ নিজের চাহিদাকে গুরুত্ব দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক রীতিনীতি পাল্টাচ্ছে। মানুষের মূল্যবোধ বদলাচ্ছে। মানুষের আর্থিক স্বাধীনতা যত বাড়ছে, জীবনযাপনের স্বাধীনতাও ততটাই ভোগ করতে চাইছে এবং পরিবারগুলো ভাঙছে।

মূল্যায়ন :

পরিবার সামাজিক প্রতিষ্ঠানের একটি অপরিহার্য সংগঠন। যদিও মানুষ অন্যান্য সংস্থার মাধ্যমে তাদের সামাজিক চাহিদা মেটাতে পারে, তবে তাদের জৈবিক চাহিদা মূলত পরিবারের মাধ্যমেই মেটানো হয়। কিন্তু শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে পরিবার বিভিন্ন দিক দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *