সমাজবিজ্ঞান কি । সমাজবিজ্ঞান কাকে বলে
![]() |
সমাজবিজ্ঞান |
ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ (Auguste comte) ১৮৩৯ সালে সর্বপ্রথম Sociology শব্দটি ব্যবহার করেন। Sociology শব্দটি ল্যাটিন শব্দ ‘socious’ এবং গ্রিক শব্দ ‘logos’ এই দুই শব্দ থেকে উদ্ভূত। ‘socious’ শব্দের অর্থ হল সমাজ আর ‘logos শব্দের অর্থ হল অধ্যায়ন বা বিজ্ঞান। সুতরাং বলা যায়, সমাজের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও অধ্যয়ন যে শাস্ত্রের মূল আলোচ্য বিষয়, তাকে সমাজবিজ্ঞান বলে ।
Sociology কে বাংলায় সমাজবিজ্ঞান, সমাজবিদ্যা, সমাজতত্ব ও বলা হয়। সাধারনভাবে, যে শাস্ত্ৰ সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে।
সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেগুলি হল –
- সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম এর মতে, সমাজবিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।
- বিশিষ্ট সমাজবিজ্ঞানী যিমেন এর মতে, সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্ক অধ্যায়ন করে।
- সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের Society নামক গ্রন্থে বলেছেন, সমাজবিজ্ঞান এমন এক বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে এককভাবে পাঠ করে ।
উল্লিখিত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, সমাজবিজ্ঞান হল সমাজের গঠনপ্রণালী ও পরিবর্তনশীল সমাজকাঠামো সম্পর্কে কার্যকরণ সম্পর্কভিত্তিক পাঠ ও বিশ্লেষণ।