BA History Honours syllabus in Bengali Burdwan University.
![]() |
BA History Honours syllabus in Bengali Burdwan University. |
SEMESTER-I
CC – 1
History of India (From Earliest Times to 600 CE)
- প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণ – প্রাচীন ভারতে ইতিহাস সংক্রান্ত ধারণা ইতিহাসের উৎস ও উপাদান, লিঙ্গ, পরিবেশ প্রযুক্তি এবং আঞ্চলিকতার উপর বিশেষ গুরুত্ব সহযোগে ইতিহাসের বিভিন্ন ধারণা।
- প্রাগৈতিহাসিক সংস্কৃতির বিভিন্ন পর্যায় – পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর সংস্কৃতি, আঞ্চলিক ও কালানুক্রমিক বিন্যাস, প্রযুক্তিরগত উন্নয়ন ও অর্থনীতির বিবর্তন, জীবিকার ধরণ, বিনিময়ের মাধ্যম, মেহেরগড়, খাদ্য উৎপাদনের সূচনা।
- হরপ্পা সভ্যতা – উৎস, প্রাচীনত্ব, প্রসার, বসতির ধরণ ও নগর পরিকল্পনা, কৃষি ভিত্তি, কারিগরী শিল্প ও বাণিজ্য, সামাজিক ও প্রশাসনিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মাচরণ, শিল্প, নগরের অবক্ষয় এবং হরপ্পা পরবর্তী পর্যায় সংক্রান্ত ধারণা, হরপ্পা সভ্যতার পরবর্তী সময়কালে নব্যপ্রস্তর, তামপ্রস্তর সংস্কৃতির বিকাশ।
- সংস্কৃতির বিবর্তন – আর্যদের আগমন ও তৎসংক্রান্ত বিতর্ক, বৈদিক সাহিত্য ব্রহ্মাবর্তের সম্প্রসারণ থেকে আর্যাবর্ত, বৈদিক ধর্ম ও দর্শন; ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, দ্বিতীয় নগরায়ন, ষোড়শ মহাজনপদ থেকে মগধের উত্থান।
- রাজনৈতিক বিন্যাস পরিবর্তন (আনুমানিক ৩০০ খ্রিস্ট পূর্বাবত থেকে ৩০০ খ্রিস্টাব্দ) – মৌর্য সাম্রাজ্য ও রাষ্ট্রনীতি অশোক ও মৌর্যদের পতন, মৌর্য উত্তরকালের রাজনীতি, কুষাণ ও সাতবাহন বংশ, গণসংঘ, গুপ্তদের উত্থান ও গুপ্ত সাম্রাহ্যের বিকাশ গুপ্ত শিল্পকলা, স্থাপতা ও সাহিত্য।
- আদি পর্বের ভারতীয় সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি – কৃষির প্রসার, জমিদান, উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন জমিঙ্গত্বের স্তর ও কৃষক; উত্তর ভারত, মধ্যভারত ও দাক্ষিণাত্যে নগরের উদ্ভব, কারিগরী উৎপাদন, বাণিজ্য ও বাণিজ্যপথ, মুদ্রাব্যবস্থা। সামাজিক শ্রেণিবিভাগ – বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, নারী, বিবাহ, সম্পত্তির অধিকার, নগরের অবক্ষয়, মুদ্রাব্যবস্থা।
CC – 2
Social Formations and Cultural Patterns of the Ancient World
- মানব সামজের বিবর্তন ও খাদ্য উৎপাদন – কৃষি ও পশুপালনের উদ্ভব/ সূচনা।
- ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, অক্কাদীয় সাম্রাজ্যের সময়কাল পর্যন্ত মেসোপোটেমিয়া – অর্থনীতি, সামাজিক শ্রেণিবিন্যাস, রাষ্ট্র কাঠামো ও ধর্ম।
- মধ্য ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠীসমূহ – লোহার ব্যবহারের সূচনা ও তাৎপর্য্য এবং তৎসংক্রান্ত বিতর্ক।
- প্রাচীন গ্রীসের পলিস – উৎস, বৈশিষ্ট্য, প্রকৃতি ও সামাজিক গঠন, স্পার্টা ও এথেন্স, পলিসের অবক্ষয়।
- পেলোপোনেশীয় যুদ্ধ – উৎস, বিবাদমান পক্ষগুলির সংস্থান, যুদ্ধের গতিধারা, মেলস, মিটিলিনি, পেরিক্লীয় নীতি, সিসিলি অভিযান।
- গ্রীক সংস্কৃতি ও ধর্ম – সফিস্ট, সক্রেটিস, খেলাধূলা, নাটক, শিল্প ও স্থাপত্য, গ্রীক দেবদেবী।
SEMESTER-II
CC – 3
History of India (600-1200 CE)
- আদি মধ্যযুগের ভারত ইতিহাসের পাঠ – ঐতিহাসিক ভূগোল, উপাদান, সাহিত্য, লেখমালা ও মুদ্রার তথ্য; ভারতের সামন্ততন্ত্র সংক্রান্ত বিতর্ক, রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি।
- রাষ্ট্রনৈতিক কাঠামো – উত্তর ভারতে রাজনৈতিক কাঠামোর বিন্যাস- হর্ষবর্ধন, শশাঙ্ক, পাল, সেন এবং প্রতিহার, রাজপুতদের উত্থান। দক্ষিণ ভারতে রাজনৈতিক বিন্যাসের বিবর্তন – বাদামির চালুকা, রাষ্ট্রকূট ও চোন; রাজতন্ত্রের বৈধতা, ব্রাহ্মণ ও মন্দির, রাজকীয় বংশানুক্রম ও অনুষ্ঠান।
- ভারতে ইসলামের আগমন আরবদের সিন্ধ জয় – প্রকৃতি ও ফলাফল; প্রাথমিক পর্বের তুর্কি অভিযানের কারণ ও ফলাফল, গজনির সুলতান মামুদ; শাহাব উদ্দিন ঘুর বা-মহম্মদ ঘুর।
- কৃষি অর্থনীতির কাঠামো ও সামাজিক বিবর্তন – জমিদান, কৃষির প্রসার, সামন্ততন্ত্র সংক্রান্ত বিতর্ক, জাতিবর্ণ ব্যবস্থার ক্রমিক বিস্তার, অস্পৃশ্যদের সামাজিক অবস্থা।
- ব্যবসা বাণিজ্য – আর্ন্তদেশীয় বা আঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক বাণিজ্য, বিনিময়ের মাধ্যম, নগরায়ন ও অবনগরায়নের প্রক্রিয়া, দক্ষিণ ভারতের বণিক গিল্ডসমূহ।
- ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিবর্তন – ভক্তি, তান্ত্রিক মতবাদ, পৌরাণিক পরম্পরা, বৌদ্ধ ও জৈনধর্ম, জনপ্রিয় ধর্মমত, ইসলামীয় বৌদ্ধিক পরম্পরা, আঞ্চলিক ভাষা ও সাহিত্য, শিল্প ও স্থাপতা আঞ্চলিক শৈলীর বিবর্তন।
CC – 4
Social Formation and Cultural Pattern of the Medieval World.
- রোমান প্রজাতন্ত্র – তাৎপর্য্য, সংবিধান, আইন, সমাজ; কৃষি অর্থনীতি, নগরায়ন, বাণিজ্যিক অর্থনীতি, দাস ব্যবস্থার উত্থান ও প্রাচীন রোমের দাস সমাজ।
- প্রাচীন রোমের ধর্ম, সংস্কৃতি, সাহিত্য ও দর্শন।
- রোমান সাম্রাজ্যের সংকট এবং প্রিন্সিপেট এর বিবর্তন।
- সপ্তম থেকে চতুর্দশ শতক পর্যন্ত ইওরোপের অর্থনৈতিক বিকাশ – সামন্ততন্ত্র, উৎপাদনব্যবস্থা, নগর ও বাণিজ্য, প্রযুক্তির বিকাশ, সামন্ততন্ত্রের সংকট।
- মধ্যযুগের ইওরোপে ধর্ম ও সংস্কৃতি।
- ইসলামের কেন্দ্রাঞ্চলের সমাজ – উপজাতীয় প্রেক্ষাপট, উন্মাহ, খলিফের রাষ্ট্র, সুলতানির উত্থান, ধর্মীয় বিবর্তন- শরিয়তের উৎস, মিহনা, সুফিবাদ, নগর ও বাণিজ্য।
SEMESTER-III
CC – 5
History of India –IV (circa 1206-1525 CE)
- দিল্লী সুলতানির ইতিহাস রচনার উপাদান – উপাদানগুলির পর্যালোচনা – পারসিক তারিখ রীতি, দেশীয় সাহিত্যে ইতিহাস ও লেখমমালা।
- দিল্লী সুলতানীর রাজনৈতিক কাঠামো – প্রতিষ্ঠা, প্রসার ও সুদৃঢ়ীকরণ, খলজি ও তুঘলক বংশ, মোঙ্গল আক্রমণ ও তৈমুর, লোদি বংশ, বাহালুল এবং সিকান্দার, ইব্রাহিম লোদি ও পানিপছের যুদ্ধ; রাজতন্ত্র সম্পর্কিত তত্ত্ব, শাসক শ্রেণী, সুফি, উলেমা ও রাজনৈতিক কর্তৃত্ব, সাম্রাজ্যিক সৌধসমূহ এবং মুদ্রাব্যবস্থা।
- আঞ্চলিক রাজনৈতিক কাঠামো – প্রাদেশিক রাজবংশের উত্থান বাহমনি, বিজয়নগর ও বাংলা, আঞ্চলিক সত্ত্বার প্রতিষ্ঠা আঞ্চলিক শিল্প স্থাপত্য ও সাহিত্য।
- সুলতানি যুগের সমাজ ও অর্থনীতি ১ – ইকতা ও নিষ্কর জমিদান; কৃষি উৎপাদন।
- সুলতানি যুগের সমাজ ও অর্থনীতি – ২ – সমাজ জীবনে পরিবর্তন, রাজস্ব ব্যবস্থা, মুদ্রা অর্থনীতি ও বাজার নীতি, নগরকেন্দ্রের উদ্ভব, ব্যবসা ও বাণিজ্য, ভারত মহাসাগরে বাণিজ্য।
- ধর্ম ও সংস্কৃতি – সুফি শিলশিলা – চিস্তি ও সুরাওয়ার্দি, নীতি ও আচার, সামাজিক ভূমিকা, ভক্তি আন্দোলন এবং দক্ষিণ ও উত্তর ভারতের একেশ্বরবাদী পরম্পরা বা ঐতিহ্যসমূহ ভক্তিবাদ ও নারী, নাথপন্থী, কবির, নানক ও সম্ভ ঐতিহ্য।
CC – 6
Rise of the Modern West –I (15th and 16th centuries)
- সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ – সমস্যা ও বিতর্ক।
- প্রথম পর্বের উপনিবেশ বিস্তার – সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কার, আমেরিকা অধিকার, উপনিবেশবাদের সূচনা, খনি ও খামার, আফ্রিকার দাস ব্যবসা।
- রেনেসাঁস – সামাজিক উৎস, ইত্যালির নগর রাষ্ট্র, ইওরোপে মানবতাবাদের প্রসার, রেনেসাঁ শিল্পকলা।
- ষোড়শ শতকে ইওরোপীয় ধর্মসংস্কার আন্দোলন – উদ্ভব, গতিধারা ও ফলাফল।
- ষোড়শ শতকে ইওরোপীয় অর্থনীতির অগ্রগতি – অর্থনীতির প্রাণকেন্দ্র ভূমধ্যসাগর থেকে আটলান্টিক উপকূলে স্থানান্তর, বাণিজ্য বিপ্লব, আমেরিকার রূপোর প্রবেশ ও মূল্য -বিপ্লব।
- ইওরোপীয় রাষ্ট্রব্যবস্থার উদ্ভব – স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড।
CC – 7
History of India (1526-1757 CE)
- উপদান ও ইতিহাসচর্চা – পারসিক সাহিত্য সংস্কৃতি, অনুবাদ; আঞ্চলিক ভাষাট সাহিত্য সৃষ্টি।
- মুঘল শাসনের প্রতিষ্ঠা – বাবরের ভারত আক্রমণ, উত্তর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, বাবর ও হুমায়ূনের শাসনকালের তাৎপর্য, আফগান স্বৈরাচার ও শের শাহ কর্তৃক ক্ষমতা দখল, শেরা সাহের প্রশাসনিক ও রাজস্ব সংস্কার।
- আকবর ও মুঘল সাম্রাজ্যে সুদৃঢ়ীকরণ – আকবরের সাম্রাজ্যবিজয়, রাজপুত নীতি ও ধর্মীয় সংস্কার, জাহাঙ্গিরের সাসনকাল, সাম্রাজ্যিক রাজনীতিতে নুরজাহানের ভূমিকা; মুঘলদের উত্তর পশ্চিম সীমান্ত নীতি ও মধ্য এশিয়া, নতুন প্রকারের সাম্রাজ্যিক ব্যবস্থা এবং প্রশাসন, মুঘল অভিজাত সম্প্রদায়, মনসব ও জাগির।
- ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্য – ঔরঙ্গজেবের সময়কালে রাষ্ট্র ও ধর্মনীতি, উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব ও সংঘাত, ধর্মীয় সম্প্রদায় ও প্রতিষ্ঠান এবং গৃহীত নীতিসমূহ, = সাম্রাজ্য জয় এবং তার সীমাবদ্ধতা; সংকটের সূচনা সমসাময়িক ধারণা, কৃষি ও জায়গিরদারী ব্যবস্থার সংকট, বিদ্রোহ, অন্তর্দেশীয় ও সমুদ্রপথে বাণিজ্য।
- মুঘল শিল্পকলা, সাহিত্য ও চিত্রকলা।
- আঞ্চলিক রাজনীতির প্রবণতা – রাজপুত রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস ও রাষ্ট্র গঠন, শিবাজির অধীনে মারাঠা শক্তির উত্থান ও পেশোয়াদের অধিনে প্রসার, আঞ্চলিক শক্তির উত্থান কিছু দৃষ্টান্ত মহারাষ্ট্র, অযোধ্যা ও বাংলা, বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর উত্থান, মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও অষ্টাদশ শতকের সংকট সংক্রান্ত – বিতর্ক।
SEC – 1
Understanding Heritage
- ঐতিহ্যের সংজ্ঞা – প্রাচীনত্ব, প্রত্নস্থল, মূর্ত ও বিমূর্ত ঐতিহ্য, শিল্প সম্পদ – ইত্যাদি সংক্রান্ত ধারণা।
- ঐতিহ্য সংক্রান্ত আইনের বিবর্তন ও প্রাতিষ্ঠানিক কাঠামো – প্রথা ও আইন দেশীয় ও আন্তর্জাতিক, ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান, সংগ্রহশালা, আইন – প্রণয়নকারী সংস্থা, সংরক্ষণ সংক্রান্ত উদ্যোগ।
- মূর্ত ও বিমূর্ত ঐতিহ্যের বিপদ বা সংকট – পুরাসম্পদ ও শিল্পসম্পদের চোরাচালান, সংঘাত ও দ্বন্দ্ব ( দৃষ্টান্ত সহযোগে)।
- ঐতিহ্য ও ভ্রমণ – ঐতিহ্যবাহী স্থানে ভ্রমণ – সাংস্কৃতি ঐতিহ্য ও প্রাকৃতিক ঐতিহ্য আন্তঃসম্পর্ক ও সাম্প্রতিক প্রবণতা।
SEMESTER-IV
CC – 8
Rise of the Modern West II (17th and 18th centuries)
- সপ্তদশ শতকের ইওরোপীয় সংকট – অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্র।
- ইংল্যান্ডের বিল্পব – প্রধান বিষয়সমূহ, রাজনৈতিক ও বৌদ্ধিক প্রবণতাসমূহ।
- রেনেসাঁসের সময়কাল থেকে সপ্তদশ শতক পর্যন্ত ইওরোপীয় সমাজের প্রেক্ষিতে আধুনিক বিজ্ঞানের উদ্ভব।
- মার্কেনটাইলবাদ ও ইওরোপীয় অর্থনীতি – সপ্তদশ ও অষ্টাদশ শতক।
- অষ্টাদশ শতকে ইওরোপীয় রাজনীতি – সংসদীয় রাজতন্ত্র, ইওরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের নানান রূপ।
- শিল্প বিপ্লবের প্রচ্ছদপট।
CC – 9
History of India (1757-1857)
- কোম্পানীর শাসনের প্রতিষ্ঠা – ডাচ, ফরাসী ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীগুলির মধ্য প্রতিদ্বন্দ্বিতা, বাংলার নবাব, পলাশি ও বক্সারের যুদ্ধ, দেওয়ানী লাভ, ইঙ্গ মহিশূর, ইঙ্গ – মারাঠা ও ইঙ্গ শিখ সম্পর্ক; অধীনতামূলক মিত্রতা নীতি ও স্বত্ববিলোপ নীতি।
- ভারতে কোম্পানীর শাসনে বৈধকরণ – রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, ১৮১৩, ১৮৩৩ এবং ১৮৫৩ এর সনদ আইন; প্রশাসনিক, সামরিক, পুলিশ ও শিক্ষা সংস্কার।
- গ্রামীণ অর্থনীতি ও সমাজ – ভূমি রাজস্ব ব্যবস্থাসমূহ চিরস্থায়ী, রায়তওয়ারি ও মহলওয়ারি, কৃষির বাণিজ্যকরণ ও ঋন; গ্রামীন সমাজ ও তার বিবর্তন; মহামারি।
- বাণিজ্য ও কারিগরী শিল্প – অবশিল্পায়ন, বাণিজ্য ও শুল্ক নীতি, সম্পদের বহির্গমন, আধুনিক শিল্পের উদ্ভব।
- রেনেসাস ও সংস্কার – বঙ্গীয় নবজাগরণ এবং সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন রাজা রামমহোন রায়, ব্রাহ্ম সমাজ, নবা বঙ্গ, বিদ্যাসাগর ও অন্যান্য; কোম্পানীর উদ্যোগে শিক্ষাব্যবস্থার সংস্কার।
- গণ প্রতিরোধ – সাওতাল বিদ্রোহ (১৮৫৬-৫৭), সন্ন্যাসী বিদ্রোহ, কোল, ভূমিজ ইত্যাদি বিদ্রোহ, ওয়াহাবি ও ফৈরাজি আন্দোলন, ১৮৫৭ এর বিদ্রোহ কারণ ও প্রকৃতি।
CC – 10
History of India (1858-1964)
- ১৮৫৭ এর পর – মহারানির ঘোষণাপত্র, নীল বিদ্রোহ, দাক্ষিণাত্যের হাঙ্গামা, নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব; সভা ও সমিতির যুগ্ম; আলিগড় আন্দোলন, আর্য সমাজ ও প্রার্থণা – সমাজ।
- ভারতের স্বাধীনতা আন্দোলনের আদি পর্ব – ভারতীয় জাতীয়তাবাদ সংক্রান্ত ইতিহাসচর্চা, ভারতের জাতীয় কংগ্রসের জন্য, নরমপন্থী ও চরমপন্থী, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন; মুসলিম লীগ, মর্লে মিন্টো সংস্কার আইন, ভারত ও ভারতের বাইরে বিপ্লববাদ, লক্ষ্ণৌ চুক্তি।
- গান্ধীর যুগ – গান্ধীর উত্থান, রাওলাট সত্যাগ্রহ, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার, খিলাফত ও অহিংস অসহযোগ আন্দোলন, স্বরাজা দল, পুণা চুক্তি, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন।
- স্বাধীনতার দিকে – ১৯৩৫ এর ভারত শাসন আইন, বামপন্থী আন্দোলনের সূচনা, কৃষক ও শ্রমিক আন্দোলন, ক্রিপস দৌত্য, সুভাষ চন্দ্র বসু ও আই এন এ নৌ বিদ্রোহ, ওয়াভেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশন, তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলন।
- সাম্প্রদায়িক রাজনীতি – পাকিস্তান প্রস্তাব, মুসলিম লীগের লাহোর অধিবেশন, হিন্দু মহাসভা ও আর এস এস এর উত্থান; আকালি দল, ভারত ভাগ ও তার ফলাফল।
- নেহেরুর যুগ – ১৯৪৭-১৯৬৪ পর্যন্ত স্বরাষ্ট্র নীতি, সামাজিক ন্যায়বিচারের জন্য আন্দোলন, নতুন সংবিধান, দেশিয় রাজ্যের ভারতভূক্তি, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, পঞ্চবার্ষিকী – পরিকল্পনা,ভারতের বৈদেশিক নীতি – জোট নিরপেক্ষতা, প্রতিবেশিদের সঙ্গে ভারতের সম্পর্ক।
SEC – 2
Art Appreciation – An Understanding to Indian Art.
- প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক শিল্পকলা – গুহাম্পি / পাথরের উপর শিল্প, হরপ্পা সভ্যতার শিল্পকলা।
- ভারতের শিল্পকলা (৬০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ) – শিল্পকলা সংক্রান্ত ধারণা, ভারতীয় চিত্রকলার রীতি, স্তূপ, গুহা ও মন্দির স্থাপত্যের বিকাশ, আদি পর্বের ভারতে – ভাষ্কর্যের বিকাশ, মুর্তি নির্মাণ শৈলী, মুদ্রার উপর শিল্প।
- ভারতের শিল্পকলা (৬০০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দ) – মন্দির নির্মাণ শৈলী এবং প্রকারভেদ; চিত্রিত পুঁথি ও চিত্রকলার আদি পর্যায়, আদি মধ্যযুগীয় ভাস্কর্য- মূর্তি নির্মাণ শৈলী, ব্রোঞ্জ ও ধাতুর মূর্তি নির্মাণ।
- ভারতের শিল্পকলা ও স্থাপত্য (১২০০ খ্রিস্টাব্দ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ) – সুলতানি ও মুঘল যুগের স্থাপত্য, অনুচিত্রের ঐতিহ্য, মুঘল, রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলা, দুর্গ, প্রাসাদ ও হাভেলি স্থাপত্য।
- আধুনিক ও সমসাময়িক ভারতের শিল্পকলা ও স্থাপত্য – ঔপনিবেশিক সময়কাল- শিল্পকলা আন্দোলন, বাংলার শিল্পকলা, পগ্রগ্রেসিভ আর্টিস্ট গ্রুপ; উল্লেখযোগ্য শিল্পী ও তাদের কাজ, জনপ্রিয় বা লৌকিক শিল্পকলার ধরণ।
SEMESTER-V
CC – 11
History of Modern Europe-II (1789- 1870)
- ফরাসী বিপ্লব এবং ইওরোপে তার প্রতিক্রিয়া – পুরাতন ব্যবস্থার সংকট, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক, বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বিপ্লবের আত্মপ্রকাশ – অভিজাত বিদ্রোহ, তৃতীয় এস্টেটের শক্তিবৃদ্ধি সংবিধান সভা, বিপ্লবের গতিবৃদ্ধি, সন্ত্রাসের শাসন, থার্মোডোরিয় প্রতিক্রিয়া, বিপ্লবের সামাজিক ভিত্তি – সাকুলো, কৃসক ও নারী, ডাইরেক্টরির শাসন ও সাফল্য।
- নেপোলিয়ান বোনাপার্ট ও ফরাসী বিপ্লব – নেপোলিয়ানের উত্থান, সংস্কার, নেপোলিয়ানের সাম্রাজ্য ও ইওরোপ নেপোলিয়ানের পতন – মহাদেশিয় ব্যবস্থা, স্পেনীয় ক্ষত, মস্কো অভিযান। নেপোলিয়ানের উল্যায়ন, ফরাসী বিপ্লবের চরিত্র, ইওরোপে ও ইওরোপের বাইরে বিপ্লবের প্রভাব।
- পুনঃস্থাপন ও বিপ্লব (১৮১৫-১৮৪৮ ) – ভিয়েনা কংগ্রেস, ইওরোপীয় শক্তি সমবায়, মেটারনিখ ব্যবস্থাগ্রীসের স্বাধীনতা যুদ্ধ, ১৮৩০ ও ১৮৪৮ এর বিপ্লব ও তার ফলাফল।
- শিল্পায়ন এবং আর্থ সামাজিক রূপান্তর শিল্প বিপ্লব – সংজ্ঞা ও চরিত্র, প্রাক শিল্পবিপন্ন সমাজ, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ও তার আর্থসামাজিক ও রাজনৈতিক প্রভাব মহাদেশে শিল্পবিপ্লব জার্মানি, ফ্রান্স ও রাশিয়া শ্রমিক শ্রেণীর উত্থান ও তাদের আন্দোলন, কল্পনাবিলাসী সমাজতন্ত্র।
- জাতীয়তাবাদের যুগ – ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন ইতালি ও জার্মানিতে প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য ও লুই নেপোলিয়ান।
- প্রাচ্য সমস্যা – ক্রিমিয়ার যুদ্ধ, প্যারিসের সন্ধি, বল্কান জাতীয়তাবাদ।
CC – 12
Studying History Writing : Indian and Western.
- ইতিহাসে স্থান, কাল ও পাত্র – ইতিহাসে স্থান ও কালের ধারণা।
- ইতিহাসে উপাদানের গুরুত্ব – লিখিত, মৌখিক, মূর্ত ও প্রত্নতাত্ত্বিক, প্রাথমিক ও গৌণ উপাদান, উপাদানের গ্রহণযোগ্যতা ও বিশ্লেষণ।
- ইতিহাস দর্শন ও তত্ত্ব – ঘটনা ও তার ব্যাখ্যা, ইতিহাস দর্শন, প্রকল্প নির্মাণ, যুক্তি ও তর্ক, ব্যক্তিনিরপক্ষেতা ও বস্তুতান্ত্রিকতা, ঐতিহাসিক বিবরণ ও সামনীীকরণ।
- ভারতীয় ও পশ্চিমী ইতিহাসচর্চা – প্রাক ঔপনিবেশিক কালে ইতিহাসচর্চার ধারা, ভারতে ইতিহাসচর্চার বিভিন্ন সম্প্রদায় বা গোষ্ঠী- কেমব্রিজ, জাতীয়তাবাদী, মার্কসবাদী ও নিম্নবর্গের ইতিহাসচর্চা, পশ্চিমী ইতিহাসচর্চার নানা ঘরানা যুক্তিবাদী, রোম্যান্টিক, পসিটিভিস্ট, মার্কসবাদী ও অ্যানালস্।
- ইতিহাস ও জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা – ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক, ইতিহাস ও নৃতত্ত্ব, ইতিহাস ও সাহিত্য।
- ইতিহাসে গবেষণা প্রকরণ – ইতিহাসে গবেষণার বিভিন্ন ধাপ ও পর্যায়।
DSE – 1
Life and Culture in Pre Colonial Bengal: Prehistoric Times to Mid 18th century.
- দেশ, প্রকৃতি ও স্থান – ঐতিহাসিক ভূগোল, প্রাচীন ও মধ্যযুগীয় বিভাগসমূহ।
- মানুষ ও সমাজ – নৃতত্ত্ব ও জনতত্ত্ব – বাংলার আদিবাসী, আর্যায়ন, জাতিভেদের উদ্ভব, নারীদের অবস্থা, পোসাক, খাদ্য খেলাধূলা, আমোদপ্রমোদ, যোগাযোগ ব্যবস্থা।
- বাংলার রাজনৈতিক ঘটনাক্রম – গুপ্ত যুগের আগে পর্যন্ত বাংলার রাজনৈতিক অবস্থা, স্বাধীন বাংলার উদ্ভব, মুসলিমদের অভিযান এবং নবাবদের সময়কাল পর্যন্ত বাংলার রাজনৈতিক ইতিহাস।
- বাংলার অর্থনৈতিক জীবন – কৃষি, কারিগরী শিল্প, ব্যবসা বাণিজ্য; কলকাতা ও মুর্শিদাবাদের উত্থান, জমিদারী ব্যবস্থার উদ্ভব।
- বাংলার ধর্ম ও সংস্কৃতি – ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতির প্রসার, বৈষ্ণববাদ, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রসার, বাংলায় ইসমাল ধর্মের আবির্ভাব, শ্রীচৈতন্য, ভক্তি আন্দোলন ও সুফিবাদ।
- সাহিত্য ও আঞ্চলিক সংস্কৃতির চিহ্ন – প্রাক বাংলা সংস্কৃত সাহিত্য – কাবা, জয়দেব, উমাপতি ধর, ধোয়ী, বাংলা সাহিত্য ও বাষার উদ্ভব ও বিবর্তন – চর্যাপদ, কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মঙ্গলকাব্য; বাংলায় লোকসংস্কৃতির উদ্ভব।
DSE – 2
Life and Culture in Colonial Bengal: 1757-1947.
- বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা – কোম্পানির সঙ্গে নবাবদের বিশেষত সিরাজ উদ দৌলার সম্পর্ক, পলাশি থেকে দেওয়ানী, দ্বৈত শাসন ও ১৭৭০ এর দুর্ভিক্ষ, ভূমিরাজস্ব – ব্যবস্থায় পরীক্ষা নিরীক্ষা ও চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন, চিরস্থায়ী বন্দোবস্ত্রের আর্থ-সামাজিক প্রভাব।
- উনবিংশ শতকে আর্থ-সামাজিক জীবনে পরিবর্তন – গ্রাম সমাজ ও তার ভাঙন; সামাজিক অবস্থান নির্ণয়ে অর্থ কৌলিন্যের প্রভাব, কলকাতার উদ্ভব ও প্রসার ও পুরাতন নগরগুলির অবক্ষয়, ঊনবিংশ শতকের জনপ্রিয় আন্দোলন সন্ন্যাসী, ওয়াহাবি, ফৈরাজি, নীল ও পাবনা বিদ্রোহ।
- কোম্পানীর শাসনের প্রভাব – পাশ্চাত্য শিক্ষার প্রসার, মিশনারীদের ভূমিকা, নারী শিক্ষা, চিকিৎসা শাস্ত্র, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, বাংলার নবজাগরণ ধর্মীয় ও সমাজ সংস্কার – আন্দোলন – রামমোহন রায়, বিদ্যাসাগর, নবা বঙ্গ, ব্রাহ্ম সমাজ, বঙ্কিম চন্দ্র চট্টোপাদ্যায়, বিবেকানন্দ, বাংলার মসুলিম ও অবাঙালি সম্প্রদায় অবশিল্পায়ন, শ্রমিক সম্প্রদায়ের উদ্ভব, রেলপথ স্থাপনের প্রভাব।
- ঊনবিংশ শতকের সংস্কৃতির পটচিত্র – বাংলা ভাষা ও সাহিত্য মুদ্রণ ও সংবাদপত্র, মূর্ত কলা চিত্রকলা, সংগীত, নাটক বা থিয়েটার, জনপ্রিয় ধর্ম সম্প্রদায় সাহেবধানি, কর্তাভাজা,লালনশাহী, যাত্রা ও কবিগান।
- জাতীয়তাবাদের উত্থান – স্বদেশী আন্দোলন ও তার প্রভাব, চরমপন্থার উদ্ভব, মসুলিম লীগের প্রতিষ্ঠা; বাংলায় গান্ধীবাদের প্রবেশ ও বিস্তার, অহিংস অসহযোগ, আইন অমান্য ও ভাত ছাড়ো আন্দোলনে বাংলা।
- বিংশ শতকে পরিবর্তন – সাহিত্যে জাতীয়তাবাদের প্রভাব, উৎসব ও মেলার প্রবর্তন, বিংশ শতকে থিয়েটারের বিবর্তন, মানবতার নানা আঙ্গিক – রবীন্দ্রনাথ, কাজি নজরুল ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেশভাগের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, সমাজে নারীদের রূপান্তরিত ভূমিকা।
SEMESTER-VI
CC – 13
History of Modern Europe (1871- 1945).
- সাম্রাজ্যবাদের প্রসার – বিসমার্কের কূটনিতি এবং ক্ষমতার নতুন ভারসাম্য, দ্বিতীয় কাইজার উইলিয়াম ও ওয়েন্ট পলিটিক, জার্মান বিদেশনীতির নতুন প্রবণতা, ঊনবিংশ শতকের প্রাচ্য সমস্যা এবং বন্ধান যুদ্ধসমূহ।
- প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপর – প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, সশস্ত্র দুটি সামরিক জোটের উদ্ভব, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, রূশ বিপ্লব, ১৯১৯ এর শান্তিচুক্তিসমূহ, লীগ অফ নেশনস।
- নতুন ইওরোপীয় ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ – সোভিয়েত রাষ্ট্রের সুদৃটীকরণ এবং ক্ষমতার বিকাশ, নিরাপত্তার সন্ধানে ফ্রান্স, ইতালিতে ফ্যাসিবাদ ও জার্মানিতে নাৎসীবাদের উত্থান, ১৯২৯ এর বিশ্ব অর্থনৈতিক মন্দা, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন সময়ে ইওরোপীয় ব্যবস্থার সংকট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিমুখে পথচলা – জার্মানির আগ্রাসী পররাষ্ট্রনীতি, যুদ্ধ অর্থনীতির ভূমিকা, স্পেনের গৃহযুদ্ধ, মুসোলিনির পররাষ্ট্রনীতি ও আবেসেনীয় সংকট।, রোম-বার্লিন-টোকিও অক্ষের গঠন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং তার প্রভাব বা ফলাফল।
- সম্মিলিত জাতিপুঞ্জ (ইউ এন ও) – এর উৎস এবং কার্যাবলী।
CC – 14
Making of the Contemporary World (1946-2000)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের পরিবর্তন – দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের পরিচয় ঠান্ডা যুদ্ধের রাজনীতি – বৃহৎ সক্তির মধ্যে আদর্শগত ও ক্ষমতার দ্বন্দ্ব, শান্তিচুক্তি, সামরিক ও নিরাপত্তার জোট – সাম্যবাদের বিরুদ্ধে বেষ্টনী নীতি, মার্শাল পরিকল্পনা, টুম্যান নীতি, ওয়ারশ চুক্তি, সামরিক জোট ন্যাটো, সিয়াটো, বাগদাদ চুক্তি, কমিনফর্ম, ১৯৪৫ এর পর বার্লিন – বার্লিন প্রাচীরের পতন এবং জার্মানির ঐক্য।
- অবউপনিবেশবাদ এবং তৃতীয় বিশ্বের উত্থান – এশিয়া ও আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলন, তৃতীয় বিশ্বের উত্থান – জোট নিরপেক্ষতা, তৃতীয় বিশ্বের আঞ্চলিক সংগটণসমূহ – ওপেক, আসিয়ান, সার্ক।
- ঠান্ডা যুদ্ধের প্রকোপ বৃদ্ধি – কোরিয়ার যুদ্ধ, কিউবার মিশাইল সংকট, ভিয়েতনামের যুদ্ধ; প্যালেস্টাইন সমস্যা, সুয়েজ সংকট, ইরান-ইরাক সংঘাত, উপসাগরীয় যুদ্ধ, আরব ইজরায়েল সংঘাত, পি এল ও এর কার্যাবলী, আফগান সমস্যা।
- উন্নয়ন এবং অনুন্নয়নের ধারণা/ রূপরেখা – বিশ্বায়ন এবং তৃতীয় বিশ্বে তার প্রভাব, উদারনীতিবাদ এবং ভারতের অর্থনীতিতে তার প্রভাব, বহুজাতিক সংস্থাসমূহঃ আন্তর্জাতিক মুদ্রাভান্ডার।
- আধুনিকতা এবং সাংস্কৃতিক পরিবর্তন – সংস্কৃতির উদীয়মান প্রবণতা, মিডিয়া এবং ভোগ, তথ্য প্রযুক্তি বিপ্লব।
- পরিবর্তনশীল বিশ্ব – সোভিয়েত ব্লকের ভাঙন, ভাঙনের প্রক্রিয়া, গ্লাসনস্ত ও পেরস্ত্রৈকা; মার্কিনী একমেরুকরণ – গ্লোবাল পুলিশম্যান হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের সম্মুখে সাম্প্রতিক বিপদ – জাতিগত দাঙ্গা, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ।
DSE – 3
History of Modern East Asia –I (1840- 1919)
- প্রাক ঔপনিবেশিক চীন – ঐতিহ্যবাহী চৈনিক সমাজের প্রকৃতি ও কাঠামো, কৃষক ও জেন্ট্রি, সরকারী আমলাতন্ত্র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রন, কনফুসীয় মূল্যবোধ, প্রাক আধুনিক চীনের অর্থনীতি।
- আফিম যুদ্ধ পর্যন্ত ইঙ্গ-চীন সম্পর্ক – ট্রিবিউট (উপঢৌকন) ব্যবস্থ, ক্যান্টন বাণিজ্য ও তার পতন, প্রথম ও দ্বিতীয় আফিম যুদ্ধ ও বৈষম্যমূলক চুক্তি, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ – মুক্ত দ্বার – নীতি।
- বিদ্রোহ, পুনঃস্থাপন এবং জাতীয়তাবাদ – তাইপিং বিদ্রোহের কারণ, প্রকৃতি ও ব্যর্থতা, তুং চি পুনঃস্থাপন, ১০০ দিনের সংস্কার এবং আত্মশক্তি আন্দোলন।; বক্সার বিদ্রোহ – কারণ, প্রকৃতি ও ব্যর্থতা, ১৯১১ এর বিপ্লব প্রেক্ষাপট এবং কারণ, প্রকৃতি ও তাৎপর্য্য, সান ইয়াৎ সেন এর ভূমিকা, নীতি ও রাজনীতি, প্রজাতন্ত্রের গঠন, ইয়ান সি কাই এবং ওয়ারলর্ড ব্যবস্থা, কুয়ো মিন তাঙের উত্থান।
- প্রাক মেইজি জাপান – তোকুগাওয়া সোগুণতন্ত্র, সামন্ততান্ত্রিক সমাজ ও সরকার, সিনটোইসম অর্থনৈতিক অবস্থা, পশ্চিমী শক্তির সাথে পরিচয় পেরির অভিযান এবং পশ্চিমী শক্তির জাপানে প্রবেশ, সোগুণতন্ত্রের সংকট ও পতন।
- মেইজি পুনঃস্থাপন – পুনঃস্থাপনের কারণ ও প্রকৃতি, জাপানের বিবর্তন ও আধুনিকীকরণ, মেইজি সংবিধান।
- প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের সাম্রাজ্যবাদ – চীন জাপান যুদ্ধ (১৮৯৪-৯৫), ইঙ্গ-জামান মৈত্রী (১৯০২), কোরিয়ার উপর নিয়ন্ত্রন এবং রূশ-জাপান যুদ্ধ (১৯০৪-০৫), প্রথম বিশ্বযুদ্ধ ও জাপান।
DSE – 4
History of China and Japan (1919- 1939)
- চীনে জাতীয়তাবাদ – ইয়ান সিকাই এবং প্রজাতন্ত্রের উত্থান, ওয়ারলর্ড, ৪ঠা মে আন্দোলন উৎস, প্রকৃতি ও তাৎপর্য্যা।
- কুয়োমিনতা ও জাতীয়তাবাদী সরকার – কুয়োমিনতাও দলের উত্থান, ১৯২০ এর দশকের রাজনৈতিক সংকট, প্রথম যুক্তফ্রন্ট, চিয়াং কাই শেক, কুয়োমিনতাও ও চীনের কমিউনিস্ট পার্টির সংঘাত, ১০ বছরের নাকিং সরকার।
- চীনে কমিউনিস্টদের বিজয় – কমিউনিস্ট পার্টি স্থাপনের প্রেক্ষাপট, মাও সে তুঙের অধীনে কমিউনিস্ট পার্টি, রেড আর্মি গঠন, দ্বিতীয় যুক্তফ্রন্ট, লং মার্চ, ইয়েনান পরীক্ষা, ১৯৪৯ এর চীন বিপ্লব – আদর্শ, কারণ ও তাৎপর্য্য, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা।
- আধুনিক জাপানের উত্থান – সামাজিক, সামরিক, রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে আধুনিকীকরণের প্রক্রিয়া, জনপ্রিয় ও গণতান্ত্রিক আন্দোলনসমূহ, রাজনৈতিক দলগুলির উত্থান, সামন্ততন্ত্রের অবলুপ্তি ও অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও রাষ্ট্রের ভূমিকা, জাইবাতসু।
- সামাজ্যিক জাপান – জাপান ও প্রথম বিশ্বযুদ্ধ, একুশ দফা দাবি, ওয়াশিংটন সম্মেলন, মাধুরিয়া সংকট, লীগ অফ নেশনসের ভূমিকা, গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা এবং ১৯৩০ ও ১৯৪০ এর দশকে সমরবাদ এর উত্থান।
- জাপান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ – প্রভুত্ব বিস্তারে জাপানের প্রয়াস এবং পরাজয়, জেনারেল ডগলাস ম্যাক আর্থারের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপান।