অষ্টাঙ্গিক মার্গ কি অথবা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়

অষ্টাঙ্গিক মার্গ কী অথবা, অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝায়।

eightfold path of buddhism
eightfold path of buddhism

দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য গৌতম বুদ্ধ আটটি পথ বা ‘মার্গ’ অনুসরণের নির্দেশ দিয়েছেন। অনুশীলনের জন্য এই আটটি পথ বৌদ্ধধর্মে ‘অষ্টাঙ্গিক মার্গ’ নামে পরিচিত। কোশাম্বীর মতে, এই অষ্টাঙ্গিক মার্গ সামাজিক কল্যাণসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মার্গগুলি হল –

  1. সৎ বাক্য,
  2. সৎ কাজ,
  3. সৎ প্রচেষ্টা,
  4. সৎ বৃত্তি,
  5. সৎ চিন্তা,
  6. সৎ চেতনা,
  7. সৎ সংকল্প,
  8. সৎ দৃষ্টি বা ‘সম্যক সমাধি’।

FAQ (Frequently Asked Questions)

অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম কি

অষ্টাঙ্গিক মার্গ এর অপর নাম ‘মধ্যপন্থা বা Middle path’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *