তানাকা মেমোরিয়াল কী অথবা, তানাকা মেমোরিয়াল বলতে কি বুঝায়?
১৯২৯ খ্রিস্টাব্দে চিন দাবী করে যে, ১৯২৭ খ্রিস্টাব্দে জাপানের প্রধানমন্ত্রী তানাকা গিচি মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া, এবং চিনসহ সমগ্র পূর্ব এশিয়া জয় করার এক পরিকল্পনা তৈরি করে সম্রাট হিরোহিতোকে দিয়েছিলেন। এই পরিকল্পনা ‘তানাকা মেমোরিয়াল’ নামে পরিচিত। অবশ্য জাপান সহ অন্যান্য দেশের আধুনিক ঐতিহাসিকরা বিশ্বাস করেন, তানাকা এইরকম কোনো পরিকল্পনা তৈরি করেননি, পুরোটা চিনাদের মিথ্যাচার।