মার্শাল পরিকল্পনা কি অথবা, মার্শাল প্ল্যান বলতে কী বোঝ?
![]() |
Marshall Plan |
অর্থনৈতিক দুরাবস্থার সুযোগ যাতে পশ্চিম ইউরোপে সাম্যবাদের প্রভাব বিস্তৃত না হয় সে-কারণে এই অঞ্চলের পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি. মার্শাল ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন মার্কিন সাহায্যের মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। তার এই প্রস্তাব মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান নামে পরিচিত। মার্শাল পরিকল্পনা ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন গৃহীত হয় । মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ‘একই আখরোটের দুইটি ভাগ’ হিসাবে মার্শাল পরিকল্পনাকে অভিহিত করেছিলেন। মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপের রাষ্ট্রগুলিকে অর্থসাহায্য করার মার্কিন পরিকল্পনাকে তৎকালীন রুশ বিদেশমন্ত্রী মলোটভ ‘ডলার সাম্রাজ্যবাদ’ হিসাবে অভিহিত করেছিলেন।