বাগদাদ চুক্তি কী

বাগদাদ চুক্তি কী / বাগদাদ চুক্তি কি ।

মধ্য প্রাচ্যে রাশিয়ার প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে আমেরিকার উদ্যোগে এপ্রিল মাসে ১৯৫৫ খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করে ইরাক, ইরান, তুরস্ক, পাকিস্তান ও ইংল্যান্ড। আমেরিকার উদ্যোগে এই চুক্তি স্বাক্ষরিত হলেও সরকারীভাবে তারা এই চুক্তি-জোটের সদস্য ছিল না। এটি বাগদাদ চুক্তি নামে পরিচিত। ১৯৫৯ খ্রিস্টাব্দে ইরাক এই জোট ত্যাগ করলে বাগদাদ চুক্তি জোট CENTO (সেন্টো) নামে পরিচিত হয়। ১৯৫৫–৫৮ খ্রিস্টাব্দ সময়কালে CENTO-এর সদর দপ্তর অবস্থিত ছিল ইরাকের বাগদাদ শহরে এবং ১৯৫৮–৭৯ খ্রিস্টাব্দ সময়কালে তুরস্কর আঙ্কারা শহরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *