তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি।
Q- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ব্যাখ্যা করো অথবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি class 6, class 7, class 8 অথবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বলতে টেলি যোগাযোগ সম্প্রচার মিডিয়া, বুদ্ধিমান বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, অডিওভিজুয়াল প্রসেসিং এবং ট্রান্সমিশন সিস্টেম এবং নেটওয়ার্ক-ভিত্তিক নিয়ন্ত্রণ এবং নিরীক্ষণের কার্য পরিচালনা করতে ব্যবহৃত সমস্ত প্রযুক্তি বোঝায়। অর্থাৎ তথ্য আদান প্রদান এবং যোগাযোগের ক্ষেত্রে যে প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটাই ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেমন- মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ইত্যাদি।
তথ্যপ্রযুক্তি একটি সার্বজনীনভাবে গ্রহণযোগ্য শিক্ষা যন্ত্র। যা শিক্ষা ব্যবস্থায় কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পিত করা হয়েছে। যেমন শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষাদানের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। শিক্ষা ব্যবস্থায় কাজকর্ম দ্রুত ও আকর্ষণীয় করে তোলবার জন্য এবং শিক্ষার্থীদের আধুনিক টেকনোলজিতে দক্ষ করার লক্ষ্যে সারা বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহার নিয়োগ করা হয়েছে।
তথ্য কথার ইংরেজি অর্থ হল information আর প্রযুক্তি কথার অর্থ হলো Technology তথ্যপ্রযুক্তি বলতে তথ্য সংগ্রহ তথ্য যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ বিতরণী আধুনিকীকরণ সম্পর্কযুক্ত প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি। সাধারণ অর্থে তথ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত প্রযুক্তিকে বলা হয় তথ্যপ্রযুক্তি।
একক চাহিদার সঙ্গে পরিবর্তনশীল জনসংখ্যা মানিয়ে নিতে জনসংখ্যা বিষয়ক পরিষেবা, সরবরাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি তথ্যপ্রযুক্তি ব্যবহার নিযুক্ত করেছেন তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দূরাগত শিক্ষার ক্ষেত্রে ও বিভিন্ন কর্মসূচি বা পরিষেবা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে।
প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার,মিডলওয়্যার তথ্য সংরক্ষণ অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয় গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ,সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন।